মা বাংলাদেশি, বাবা পাকিস্তানি আর ছেলের নাম ইন্ডিয়া রাখলেন!

সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন পাকিস্তানের গায়ক ওমর এশা। এতদিন গানের জন্য পরিচিতি থাকলেও এবার সন্তানের অভিনব নাম রাখায় সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছেন তিনি।

 

 

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদপ্রতিদিনের খবরে বলা হয়, ওমর পাকিস্তানের নাগরিক হলেও তার স্ত্রী বাংলাদেশের নাগরিক। এই দম্পতি তাদের প্রথম সন্তানের নাম রেখেছেন ‘ইন্ডিয়া’। শিশুটির আসল নাম ইব্রাহিম, কিন্তু ‘ইন্ডিয়া’ নামেই তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় করিয়েছেন ওমর।

 

 

এ প্রসঙ্গে ওমর বলেন, ‘জন্মের পর থেকে আর পাঁচজন অভিভাবকের মতো ছেলেকে আমাদের দুজনের মাঝে শোয়ানোর অভ্যাস করিয়েছিলেন স্ত্রী। সেই থেকে আমাদের মাঝে প্রাচীরের মতো রয়ে গেছে সে। নিজের ঘর থাকার পরেও সে আমাদের মাঝে এভাবে বিভেদ সৃষ্টি করে চলেছে। তাই পাকিস্তান এবং বাংলাদেশ, এই দুই দেশের মাঝখানে ছেলে ‘ইন্ডিয়া’র অবস্থান রীতিমতো সমস্যা তৈরি করছে।’

 

 

শুধু তা-ই নয়, নতুন অভিভাবকদের উদ্দেশে ওমর বলেন, ‘আমাদের মতো ঐতিহাসিক ভুল যারা করে ফেলেছেন, তাদের প্রতি আমার সমবেদনা। ভবিষ্যতে এমন ভুল করার আগে দুবার ভাববেন।’

ওমরের রসবোধ অনলাইনবাসীর মনে ধরেছে। দেশের সীমানা ছাড়িয়ে ভাইরাল হয়েছে এই পোস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *