পাঠান দেখতে গিয়ে বেদম মার খেলেন শাহরুখ ভক্ত, ভিডিও ভাইরাল মুহূর্তেই

এবার পাঠান ঘিরে অপ্রীতিকর ঘটনা ঘটল ভারতে। হলের ভেতর মোবাইলে ‘পাঠান’-এর রেকর্ডিং করছিলেন এক শাহরুখ ভক্ত। বারবার তাকে নিষেধ করা সত্ত্বেও কোনো বাধা মানছিলেন না তিনি।

 

 

পরে বাধ্য হয়ে নিরাপত্তারক্ষীরা তাকে মারতে মারতে হল থেকে বের করে দেন।বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বরেলিতে।

 

 

টুইটারে শাহরুখ ভক্তের মারধরের ওই ভিডিওটি পোস্ট করতেই মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ওই ভিডিও দেখে অনেকের মন্তব্য, ‘মার খাওয়ার জন্য এত পয়সা খরচ!’ কেউ বলছেন, ‘মেরে নাক ভোঁতা করে দাও।’ কারো কটূক্তি, ‘আরও যাও সিনেমা হিট করাতে।’

 

 

উল্লেখ্য, মুক্তির তিন দিনের মধ্যেই বক্স অফিসে ইতিহাস গড়েছে সিদ্ধার্থ আনন্দের ছবি ‘পাঠান’। সব রেকর্ড ভেঙে বলিপাড়ায় মুক্তি পাওয়া হিন্দি ছবিগুলোর মধ্যে এক দিনে সর্বোচ্চ আয় করা ছবির নাম এখন ‘পাঠান’।

প্রসঙ্গত, যশরাজ ফিল্মসের ব্যানারে ‘পাঠান’-এ শাহরুখের সঙ্গী হয়েছেন দীপিকা পাড়ুকোন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম রোড়ে, মনিশ ওয়াদওয়া প্রমুখ। ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ভাইজান সালমান খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *