
ঢাকাই চলচ্চিএের আলোচিত নায়িকা পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকেন তিনি। বর্তমানে একমাত্র ছেলেকে এবং স্বামী রাজকে নিয়ে বেশ সুখেই দিন কাটছে এই অভিনেত্রীর।




নিজের সোশ্যাল হ্যান্ডেলে মাঝে মধ্যেই জীবনের ছোট ছোট ভক্ত-খুনসুটিগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করেন পরী। কখনও সন্তান রাজ্যকে নিয়ে, কখনও বা স্বামী রাজকে কেন্দ্র করে। সম্প্রতি স্বামীকে নিয়ে নতুন একটি পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী।




রোববার (২৯ জানুয়ারি) বেলা ১১ টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি দিয়ে একটি পোস্ট দিয়েছেন পরীমণি।
ওই ছবিগুলোতে দেখা গেছে, একটি বেডরুম জুড়ে ছড়ানো ছিটানো রয়েছে লাল গোলাপের পাপড়ি। সেখানে সাদা এবং কালো রঙের একটি স্কার্টে একগুচ্ছ লাল গোলাপের তোড়া হাতে লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন তিনি।




ক্যাপশনে স্বামী রাজকে উদ্দেশ্য করে লিখেছেন আমার একটা তুমি আছো। সেই সঙ্গে রাজের নাম ম্যানশন করে জুড়ে দিয়েছেন লাভ ও লাল গোলাপের ইমোজিও।




ইতোমধ্যে ওই পোস্টে আঠারো হাজারের বেশি প্রতিক্রিয়া জানিয়েছে নেটিজেনরা।
প্রসঙ্গত, ঢালিউডের রোমান্টিক দম্পতি রাজ-পরী। একসঙ্গে পথচলার শুরু থেকেই নিজেদের মুহূর্তগুলো রঙিন করে তুলেছেন তারা। কিছুদিন আগেও দাম্পত্যের টানাপোড়েনে আলোচনায় ছিলেন এই দম্পতি। তবে সব বিভেদ ভুলে সন্তানকে নিয়ে ফের একই ছাদের নিচে সুখে সংসার করছেন তারা।