পেনাল্টি মিস কখনোই কোনো দলের জন্য সুখকর কিছু নয়। পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার লিওনেল মেসি যখন পেনাল্টি মিস করেন তখন পুরো আর্জেন্টিনা দলই যেন স্তব্ধ হয়ে যায়। তবে, পোল্যান্ডের বিপক্ষে মেসির এই পেনাল্টি মিস থেকে আর্জেন্টিনা পেতে পারে বিশ্বকাপ জয়ের অনুপ্রেরণা।




বুধবার (৩০ নভেম্বর) রাতে দোহার ৯৭৪ স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে পা রাখে আর্জেন্টিনা। প্রথমার্ধে মেসি পেনাল্টি মিস করলেও দ্বিতীয়ার্ধে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও হুলিয়ান আলভারেজের গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।




পোল্যান্ডের বিপক্ষে মেসির পেনাল্টি মিসের ইতিবাচক দিকও রয়েছে। মেসির এই পেনাল্টি মিসের ফলে মিলে গিয়েছে দারুণ এক সমীকরণ, যা নিঃসন্দেহে অনুপ্রাণিত করতে পারে আর্জেন্টিনাকে।




অতীত ইতিহাস এবং পরিসংখ্যান বলছে, এর আগে যে দুইবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল তখন গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে এসে পেনাল্টি মিস করেছিলেন তৎকালীন সময়ের সেরা খেলোয়াড়রা।




১৯৭৮ সালে ঘরের মাঠে যেবার প্রথম বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা, সেবার গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে ইতালির বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন আর্জেন্টিনার মারিও ক্যাম্পেস। এরপর ১৯৮৬ সালে যখন দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা তখন বুলগেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে পেনাল্টি মিস করেন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা।
এবার ২০২২ সালে এসেও গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে এসে পেনাল্টি মিস করলেন তারকা ফুটবলার লিওনেল মেসি। তবে কি ১৯৭৮, ১৯৮৬ এর পর এবারও বিশেষ কিছু হতে যাচ্ছে আর্জেন্টিনার জন্য?