
সোনার দাম ব্যাপক কমেছে পাকিস্তানে। দেশটির ব্যবসায়ীরা এ তথ্য দিয়েছেন। বিজনেস রেকর্ডার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।




পাকিস্তানি ব্যবসায়ীরা বলছেন, শুক্রবার স্থানীয় মার্কেটে সোনার বড় দরপতন ঘটেছে। প্রতি তোলায় ৮৫০ রুপি কমেছে। এখন তা বিক্রি হচ্ছে ১ লাখ ৫৩ হাজার ৮৫০ রুপিতে।




আর ১০ গ্রাম সোনার মূল্য হ্রাস পেয়েছে ৭২৮ পাকিস্তানি রুপি। এখন যা বিক্রি হচ্ছে ১ লাখ ৩১ হাজার ৯০২ রুপিতে।




বিশ্ববাজারে সোনার দাম কমেছে। তাই দেশটিতে মূল্যবান ধাতুটির দর নিম্নমুখী হয়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতি তোলা সোনা বিক্রি হচ্ছে ১ হাজার ৬৪৫ ডলারে, গত ৩০ মাসের মধ্যে যা সর্বনিম্ন।