ভোজ্য তেলের দাম নিয়ে কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, শিগগিরই ভোজ্য তেলের দাম সমন্বয় করা হবে। এ বিষয়ে ট্যারিফ কমিশন কাজ করছে।বৃহস্পতিবার সচিবালয় কেবিনেট বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।




মন্ত্রী বলেন, ভোজ্য তেলের দাম বিশ্ববাজারে কমেছে তবে ডলারের দাম বাড়ায় তেলের দাম কমানো সম্ভব হয়নি। ট্যারিফ কমিশন বিষয়টি দেখছে। শিগগিরই দাম সমন্বয় করা হবে।




তিনি আরো বলেন, পরিবহন ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা ঠেকাতে ঐক্যবদ্ধ হতে হবে। এক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের একার কিছুই করার নেই। পরিবহন খরচ বাড়ার পর ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা লুটছেন। এটা রোধ করতে হবে। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং ট্যারিফ কমিশনসহ সবাইকে একযোগে কাজ করতে হবে।