ঝাড়ুদার থেকে আইপিএল মঞ্চে

ঝাড়ুদারের কাজ করেছেন, সেখান থেকে চলে এসেছেন আইপিএলের মঞ্চে। পাঞ্জাব কিংস হয়ে রিংকু সিং বর্তমানে কলকাতা নাইট রাইডার্স শিবিরে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে ১৬ বলে ২৩ রানের ইনিংস খেলেছেন তিনি। যদিও তার দল হেরেছে ৪ উইকেটে। দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করায় রিংকুর জীবনটা অন্যদের মতো সোনায় মোড়ানো ছিল না।

 

 

ভারতের উত্তর প্রদেশে তার বাবা খানচাঁদ সিং গ্যাসের সিলিন্ডার বিলি করতেন। লখনৌর দুটি ঘরে চার ভাইবোন এবং মা-বাবাকে নিয়ে রিংকুর সংসার। দু’বেলা ঠিকমতো খাবার জুটত না তাদের। খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের। অভাব-অনটনে বেড়ে ওঠা রিংকুকে তার দাদা এক জায়গায় ঝাড়ুদারের কাজে ঢুকিয়ে দেন। রিংকু যদিও দমে যাননি।

 

 

কাজের পাশাপাশি তিনি ক্রিকেট খেলা চালিয়ে যেতে থাকেন। এরপর মাত্র ১৭ বছর বয়সে সুযোগ পেয়ে যান উত্তরপ্রদেশের রাজ্য দলে। রাজ্য ক্রিকেট থেকে লিস্ট ‘এ’ ক্রিকেট খেলে রিংকু এখন আইপিএলে। কলকাতাও রিংকুর জীবন পাল্টে দিয়েছে। বিশাল টাকার ঋণে ডুবে থাকা রিংকুর পরিবারকে বাঁচিয়ে দিয়েছে কলকাতা।

 

 

শাহরুখ খানের দলের হয়ে গত চার বছরে একাধিক ম্যাচে ফিল্ডিং করেছেন রিংকু, নিয়েছেন দুর্দান্ত সব ক্যাচ। ২০১৭ সালে আইপিএলের সঙ্গে যুক্ত হন রিংকু। সে সময় তাকে ১০ লাখ টাকা দিয়ে দলে নিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। পরের বছর কলকাতা তাকে কেনে ৮০ লাখ টাকা দিয়ে।

 

 

ওই বছর চারটি ম্যাচ খেলেন তিনি, পরের বছর খেলেন পাঁচটি ম্যাচ। ২০২০ সালে কলকাতা তাকে একটি ম্যাচ খেলায়। ২০২১ সালের আইপিএলে রিংকুকে কোনো ম্যাচ খেলানোই হয়নি। কিন্তু সেই রিংকুকেই ৫৫ লাখ টাকা দিয়ে এবারের নিলামে কিনে নেয় কলকাতা। এবারের আসরে তিনি খেলেছেন ২ ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *